মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের রেমিট্যান্স পাঠাতে পাঁচ শতাংশ করারোপ বিষয়ক নতুন আইন পাস করতে যাচ্ছেন । এতে করে বিপাকে পড়বেন লাখ লাখ ভারতীয়। কারণ রেমিট্যান্স পাঠাতে হলে বাড়তি কর পরিশোধ করতে হবে তাদের।
সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বিল ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ মার্কিন হাউস বাজেট কমিটিতে অনুমোদিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য দেশে রেমিট্যান্স পাঠানো আরও ব্যয়বহুল হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রস্তাবিত আইনে বলা হয়েছে যদি কেউ যুক্তরাষ্ট্রের বাইরে অর্থ প্রেরণ করতে চায় তবে প্রেরণকৃত অর্থের ওপর পাঁচ শতাংশ ট্যাক্স আরোপ করা হবে। আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের ক্ষেত্রে যারা মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিদের (নন-ইমিগ্রান্ট ভিসা ধারক যেমন এইচ-১বি এবং গ্রিন কার্ডধারী) দিতে হবে এই কর। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের কর ছাড়ের কথা বলা হয়নি।
প্রায় ৪৫ লাখ ভারতীয় প্রবাসী যুক্তরাষ্ট্রে আছেন, তাদের মধ্যে ৩২ লাখ ভারতীয় বংশোদ্ভূত। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে ভারত মোট ১১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যার মধ্যে প্রায় ২৮ শতাংশ বা ৩২ বিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এই আইন কার্যকর হলে ভারতীয় প্রবাসীদের জন্য অতিরিক্ত ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ট্যাক্স প্রদানের বোঝা সৃষ্টি হবে।
তবে এই ট্যাক্স শুধু সাধারণ রেমিট্যান্স নয় বরং বিনিয়োগ আয়, স্টক অপশন থেকে অর্জিত আয়সহ অন্যান্য আয় স্থানান্তরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে প্রবাসী ভারতীয়রা তাদের পরিবারকে সহায়তা করা এবং নিজ দেশে বিনিয়োগ করা আরও কঠিন হয়ে পড়বে।
আপনার মতামত লিখুন :