ইরানে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন মুজাহিদিন-ই খালক (এমকেও)-এর দুই সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাহদি হাসানী ও বেহরুজ এহসানি নামে পরিচিত এই দুজনকে আবাসিক এলাকা, প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশাসনিক ভবনে হস্তনির্মিত মর্টার দিয়ে হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রোববার (২৭ জুলাই) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তারা তেহরানে একটি বাড়ি ভাড়া নিয়ে এমকেও-র মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এসব হামলা চালায়। এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকদের হত্যা ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করা।
এমকেও বহু বছর ইরাকে অবস্থান করেছে ও সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের সমর্থন পেয়েছিল। ১৯৮০-৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের সময় তারা সাদ্দামের পক্ষে লড়াই করে এবং পরে দেশটির অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে সহায়তা করে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে এমকেও সংগঠনটি হাজার হাজার ইরানি বেসামরিক নাগরিক ও কর্মকর্তাকে হত্যার জন্য দায়ী। বিভিন্ন বোমা হামলা ও টার্গেট কিলিংয়ে এ পর্যন্ত অন্তত ১৭ হাজার ইরানি নিহত হয়েছে বলে সরকারি পরিসংখ্যান জানায়।
আপনার মতামত লিখুন :