চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেওয়া লিবিয়ান যুবক আমের মাহদি মনসুর আল-কাযাযফির যাত্রাপথে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত হয়েছে। এটি এখন ‘আল্লাহর কুদরতের’ এক জীবন্ত দৃষ্টান্তে পরিণত হয়েছে।
এর দুদিন আগে দুপুর ১২টার দিকে ফ্লাইটের নির্ধারিত সময়ে আমের মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপোলি বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে বলেন, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’ দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না।
বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে।
এদিকে, তার পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছা, হয়তো এ হজযাত্রা তোমার কপালে ছিল না।’
তবে আমের এসব ভয় না পেয়ে দৃঢ় বিশ্বাসে জবাব দেন, ‘ইনশাআল্লাহ। প্লেনটি উড়বে না, আবার আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই যাব।’
প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এ জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময়। বিমানবন্দরে ঘোষণা এলো, প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি ফিরে আসছে! বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য দরজা খোলেননি।
দ্বিতীয়বারও আমেরকে ছাড়াই উড়ে গেল বিমানটি। কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে; এবার মৌসুমি ঝোড়ো আবহাওয়ার কারণে। বিমান আবারও ফিরে আসে।
তখন পাইলট নিজেই বলেন, ‘আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন।’ অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য, আর তিনি উঠে পড়েন সেই বিমানে।
সৌদি পৌঁছে আমের মাহদি মনসুর আল-কাযাযফি নামের এই যুবক একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। আল্লাহ তার কুদরত দেখিয়েছেন।’

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন