পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে শুক্রবার (২৭ জুন) জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।
পিডিএমএ-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সোয়াত জেলার খোয়াজাখেলার কাছে সোয়াত নদীতে পানি বৃদ্ধির ফলে বেশ কয়েকটি এলাকায় ঘরবাড়ি এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং চারজন শিশু রয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সোয়াত অঞ্চল, যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি একজনের মৃত্যু হয়েছে খাইবার পাখতুনখোয়ার অন্য একটি জেলায়।
পিডিএমএ জানিয়েছে, তারা ইতোমধ্যেই একটি জরুরি অপারেশন সেন্টার চালু করেছে এবং স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ ছাড়া প্রদেশের নওশেরা ও চরসাদ্দা জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন