ইরানের ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে মার্কিন বাঙ্কার-বাস্টার বোমা হামলার পর ব্যাপক নির্মাণকাজ শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রোববার (২৯ জুন) তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে খননযন্ত্র ও ক্রেনসহ ভারী নির্মাণ সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। এছাড়া, হামলার স্থানে পৌঁছানোর জন্য একটি নতুন রাস্তা নির্মাণের প্রমাণও মিলেছে।
পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট গত ২৮ জুনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বলেছেন, ‘নির্মাণকাজের মধ্যে বোমা হামলার ফলে সৃষ্ট গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন এবং তেজস্ক্রিয় নমুনা সংগ্রহের কাজ অন্তর্ভুক্ত থাকতে পারে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর দাবি করেছিলেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আবার শুরু করতে পারে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পারমাণবিক স্থাপনার ক্ষতি ‘গুরুতর’ হলেও বিস্তারিত তথ্য অস্পষ্ট। তারা দাবি করছে, তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান দ্রুত সময়ের মধ্যে তার পরমাণু কার্যক্রম পুনরায় শুরু করতে পারে।
আপনার মতামত লিখুন :