ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে যদি অভিন্ন স্বার্থ তৈরি হয়, তাহলে তা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবার (৮ জুলাই) তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের এক আলোচনায় এই বক্তব্য দেন জেনারেল চৌহান।
তিনি বলেন, চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনোভাবে স্বার্থের মিল দেখা যায়, তাহলে তা ভারতের নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।
এ সময় তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক দুর্দশাকে বাইরের শক্তিগুলো তাদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সতর্ক করে চৌহান বলেন, এটি ভারতে দুর্বলতা সৃষ্টির কারণ হতে পারে।
জেনারেল চৌহান বলেন, ‘চীন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এমন একটি সম্ভাব্য স্বার্থের মিল থাকতে পারে, যা ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে।’
তবে তিনি এটাও উল্লেখ করেন যে, অপারেশন সিন্দুর চলাকালে চীনের পক্ষ থেকে পাকিস্তানকে কতটা রাষ্ট্রীয় সমর্থন দেওয়া হয়েছিল তা নির্ধারণ করা কঠিন। তিনি বলেছেন, সংঘর্ষের সময় উত্তরের সীমান্তে (চীনের দিকে) কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড লক্ষ করা যায়নি।
অপারেশন সিন্দুর সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেন, সম্ভবত এই প্রথমবার দুইটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল। তিনি আরও বলেন, ভারত ঘোষণা করেছে যে, পারমাণবিক হুমকি দিয়ে বাধা দেওয়া যাবে না।
জেনারেল চৌহান আরও করেন, অপারেশন সিন্দুর এক ধরনের ‘বিশেষ ঘটনা’ এবং এটি সারা বিশ্বের জন্য শিক্ষা হতে পারে। তিনি বলেন, যুদ্ধে আরও বিস্তৃতি সম্ভব, যা নতুন যুদ্ধক্ষেত্র যেমন—সাইবার এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
আপনার মতামত লিখুন :