ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

স্ত্রীকে ভাতিজার সঙ্গে বিয়ে দিলেন চাচা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৯:০৬ পিএম
ভাতিজা চাচার স্ত্রীকে সিঁদুর পরিয়ে বিয়ে করেন। ছবি- সংগৃহীত

স্ত্রী ও ভাতিজার মধ্যে অবৈধ সম্পর্কের সন্দেহে এক যুবক প্রথমে ভাতিজাকে গ্রামবাসীদের দিয়ে বেধড়ক মারধর করেন, পরে জোর করে নিজের স্ত্রীর সঙ্গে ভাতিজার বিয়ে দেন।

ঘটনাটি ঘটে ২ জুলাই ভারতের বিহার রাজ্যের সুপল জেলার জীবচ্ছাপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তি, শিবচন্দ্র মুখিয়া তার স্ত্রী রিতা দেবী এবং ভাতিজা মিথিলেশ কুমারকে নিয়ে এ ঘটনা ঘটে।

এ সময় গ্রামবাসীদের সামনে সিঁদুরদানের মধ্য দিয়ে বিয়ের আয়োজনও করা হয়। পুরো ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, শিবচন্দ্র মুখিয়ার সন্দেহ ছিল তার স্ত্রী রিতা দেবীর সঙ্গে ভাতিজা মিথিলেশের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ অভিযোগে তিনি গ্রামবাসীদের ডেকে এনে মিথিলেশকে মারধর করেন এবং পরে জোর করে বিয়ে দেন। শিবচন্দ্র ও রিতার চার বছরের একটি সন্তান রয়েছে।

এদিকে, মিথিলেশের বাবা রামচন্দ্র মুখিয়া অভিযোগ করেছেন, ঘটনার সময় তাকে এবং তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। তার দাবি, তার ছেলেকে অপহরণ করে নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ভীমপুর থানায় শিবচন্দ্রসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন