যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের সামনে আসছে নতুন এক অভিজ্ঞতা। মূল টিকটক বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, মার্কিন নাগরিকদের জন্য আসছে একটি সম্পূর্ণ নতুন অ্যাপ। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে টিকটকের কার্যক্রম চলবে ভিন্নভাবে।
চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক বর্তমানে যুক্তরাষ্ট্রে কঠিন আইনি চাপে রয়েছে। বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ হতে পারে বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, তিনি ইতোমধ্যে টিকটক বিক্রির জন্য একজন সম্ভাব্য ক্রেতা পেয়েছেন।
এদিকে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে নতুন একটি টিকটক অ্যাপ চালু হতে পারে। তবে এই অ্যাপ হবে আলাদা, যাতে চীনা টিকটকের মূল অ্যালগরিদম থাকছে না। কারণ চীন সরকার স্পষ্ট জানিয়েছে, তারা টিকটকের অ্যালগরিদম অন্য কোনো দেশের হাতে দেবে না। তাই মার্কিন সংস্করণের জন্য তৈরি করতে হবে সম্পূর্ণ নতুন অ্যালগরিদম।
টিকটকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে বর্তমান অ্যাপটি মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নতুন অ্যাপ চালু করা হবে। তবে পুরোনো টিকটক অ্যাপটি আগামী বছরের মার্চ পর্যন্ত ব্যবহার করার সুযোগ থাকবে।
নতুন অ্যাপে ব্যবহারকারীদের প্রোফাইল, ভিডিও কনটেন্টসহ নানা তথ্য স্থানান্তর একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া, যুক্তরাষ্ট্রে তৈরি অ্যাপটি আন্তর্জাতিক কনটেন্ট প্রবাহে সীমাবদ্ধতা তৈরি করতে পারে। এতে করে আমেরিকান ব্যবহারকারীরা অন্যান্য দেশের কনটেন্ট দেখতে পারবেন না, আবার বিদেশিরাও যুক্তরাষ্ট্রের কনটেন্ট থেকে বঞ্চিত হবেন।
বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন টিকটকের বৈশ্বিক সংযোগের শক্তিকে দুর্বল করতে পারে। ফলে ব্যবহারকারীদের বড় একটি অংশ অ্যাপটির প্রতি আগ্রহ হারাতে পারেন।
আপনার মতামত লিখুন :