অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতের বাংলাভাষী মুসলিমদের প্রতি বিরূপ আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই জনগোষ্ঠীর বহু সদস্যকে অবৈধ অভিবাসী বলে চিহ্নিত করে অন্যায়ভাবে আটক করা হচ্ছে। সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওয়াইসি বলেন, ‘এই মানুষগুলো দেশের সবচেয়ে দরিদ্র জনগণের মধ্যে পড়ে—বাড়ির কাজ, র্যাগ-পিকিং (আবর্জনা সংগ্রহ) ইত্যাদি নিম্নআয়ের পেশায় যুক্ত। পুলিশ জানে, এদের প্রতিরোধ করার সামর্থ্য নেই, তাই তাদের ওপরই নিপীড়ন চালানো হচ্ছে।’
বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিছু ভারতীয় নাগরিককে বন্দুকের মুখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়াইসির বক্তব্য এসব ঘটনার দিকেই ইঙ্গিত করে, যা বাংলাভাষী মুসলিমদের জন্য এক সংকটজনক বাস্তবতা তুলে ধরে।
ওয়াইসি ভারতের বিভিন্ন অঞ্চলে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘শুধু একটি নির্দিষ্ট ভাষা বলার কারণে কাউকে আটক করা আইনত অবৈধ।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ গুরুগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট অফিসের একটি নির্দেশনার ছবি শেয়ার করেন, যেখানে বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত ও বিতাড়িত করার প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে।
ওয়াইসি বলেন, ‘ব্যাপকভাবে লোকজন আটক করার প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি। পুলিশ কেবল দুর্বলদের ওপর কঠোর হচ্ছে, আর যাদের ক্ষমতা আছে তাদের ছেড়ে দিচ্ছে।’
এই বিতর্ক এখন জাতীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেখানে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি প্রশাসনের মনোভাব এবং পদক্ষেপ পুনর্বিবেচনার দাবি উঠছে।
আপনার মতামত লিখুন :