ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ভিডিওতে রাশিয়ার ৮.৮ মাত্রার ভূমিকম্পের মুহূর্ত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ১১:২৯ এএম
ভিডিওতে রাশিয়ার ভয়াবহ ভূমিকম্পের মুহূর্ত

রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বহু মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। এই ভূমিকম্পটি ইতিহাসের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবার সংবাদমাধ্যম আরটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছে এই ভূমিকম্পের মুহূর্তের ভিডিও।

ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক ফ্ল্যাটের আসবাবপত্র ভূমিকম্পের সময় প্রচণ্ডভাবে কাঁপছে। ঘরের ভেতর ভয়ানক কম্পনের দৃশ্য ধারণ করে তা পোস্ট করেন স্থানীয় এক বাসিন্দা।

 

শক্তিশালী এই ভূমিকম্পের পর এশিয়ার ফিলিপাইন ও ইন্দোনেশিয়াতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া চীনের কিছু এলাকায় সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ভূমিকম্পের পরপরই রাশিয়া, জাপান, যুক্তরাষ্ট্রের আলাস্কা, হাওয়াই, মেক্সিকো ও পেরুতেও সুনামি সতর্কতা জারি করা হয়। সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরমুখী ফিলিপাইনের উপকূলীয় কিছু এলাকায় সর্বোচ্চ ১ মিটার (৩.৩ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে প্রথম ঢেউ পৌঁছাতে পারে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার ভূকম্প ও আবহবিদ্যা সংস্থাও সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটি বলছে, দেশটির কিছু অঞ্চলে বুধবার বিকেলের মধ্যে সর্বোচ্চ ০.৫ মিটার (১.৬ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

এরই মধ্যে রাশিয়া ও জাপানের বেশকিছু এলাকা সুনামিতে প্লাবিত হয়েছে। রাশিয়ার একটি বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ প্লাবিত হয়েছে। প্রায় ২ হাজার জনসংখ্যার শহরটির বাসিন্দাদের ইতোমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হোক্কাইডোর উত্তরে সুনামির ঢেউ এরইমধ্যে পৌঁছে গেছে। ঢেউয়ের উচ্চতা ছিল আনুমানিক ৩০ থেকে ৪০ সেন্টিমিটার (১ থেকে ১.৩ ফুট)। যেসব স্থানে ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—টোকাচি বন্দর, নেমুরো হানাসাকি, হামানাকা শহর, কুশিরো বন্দর, এরিমো শহর। জাপানে অবস্থানরত বিদেশি পর্যটকদের নিরাপদ আশ্রয় খুঁজে পেতে স্থানীয়দের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আলাস্কার আগ্নেয়গিরিপূর্ণ দ্বীপ আমচিটকায় স্থানীয় সময় বিকেল ৫টা ১৪ মিনিটে ১ ফুট উচ্চতার জোয়ারের মতো সুনামি ঢেউ দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের ফলে একটি সুনামি তৈরি হয়েছে যা হাওয়াইয়ের সব দ্বীপপুঞ্জের উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতি করতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘জানমাল রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’ স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে প্রথম ঢেউ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাপান ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থাগুলো প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৮.০ বলে জানালেও পরে তা সংশোধন করে ৮.৭ মাত্রা নির্ধারণ করে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটির মাত্রা ৮ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরে এবং জাপানের হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৬০ মাইল) দূরে। এনএইচকে টেলিভিশন জানিয়েছে, হোক্কাইডোতে ভূমিকম্পটি সামান্য অনুভূত হয়েছে।