পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় সন্ত্রাসী হামলায় ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র একদিন আগেই ওই অঞ্চলে সক্রিয় দুটি সশস্ত্র গোষ্ঠী ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ ও ‘মজিদ ব্রিগেড’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
ওয়াশুক জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, শুরুতে কয়েক ডজন জঙ্গি একটি পুলিশ স্টেশন এবং সীমান্তরক্ষী বাহিনীর কম্পাউন্ডে আক্রমণ করে। এর প্রতিক্রিয়া জানাতে গিয়েই সেনাবাহিনীর উপর সন্ত্রাসীরা হামলা চালায় এবং নয় সেনা সদস্যকে হত্যা করে।
খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রস্থল, যেখানে সেনাবাহিনী বিদ্রোহ দমন কার্যক্রম চালিয়ে আসছে।
এদিকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন