১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, তার দেশ ভারতকে এক ফোঁটা পানিও কেড়ে নিতে দেবে না। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিন্ধু নদীর পানি ভাগাভাগি নিয়ে কয়েক দশকের পুরোনো এ চুক্তি ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পরদিন ভারত ‘স্থগিত’ ঘোষণা করে। ওই হামলার জবাবে নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয়। এর মধ্যে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘সন্ত্রাসী’ অবকাঠামোতে হামলা চালায়। এর প্রতিবাদে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। চারদিনের সীমান্তবর্তী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ১০ মে উভয় দেশই লড়াই বন্ধে একমত হয়।
পাকিস্তানে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আজ শত্রুকে বলতে চাই, যদি আমাদের পানি আটকে রাখার হুমকি দাও, তাহলে মনে রেখো—পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না।’ তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি চেষ্টা করো, তাহলে এমন শিক্ষা দেওয়া হবে যে কান ধরে উঠতে হবে।’
পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানি চুক্তি স্থগিতের নিন্দা জানিয়ে এটিকে সিন্ধু উপত্যকা সভ্যতার ওপর আক্রমণ বলে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন, প্রয়োজনে পাকিস্তান পিছু হটবে না।
এদিকে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ট্যাম্পা শহরে প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে বলেন, ভারত যদি পানি সরবরাহ বন্ধ করতে বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান তা ধ্বংস করে দেবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, দেশটি এখনো সিন্ধু পানি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ এবং ভারতকে অবিলম্বে স্বাভাবিক প্রক্রিয়া পুনরায় চালুর আহ্বান জানিয়েছে তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন