‘ইসরায়েল’-এর সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) আহারোন হালিভার একটি অডিও ফাঁস হয়েছে, যেখানে তাকে গণহারে ফিলিস্তিনিদের হত্যার আহ্বান জানাতে শোনা গেছে।
‘ইসরায়েলি’ সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই ভয়াবহ কথোপকথনের অডিওটি ফাঁস করেছে।
ফাঁস হওয়া অডিওতে হালিভাকে বলতে শোনা যায়, ‘৭ অক্টোবরের ঘটনায় যত মানুষ মারা গেছে, তাদের প্রত্যেকের বদলে ৫০ ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে।’ তিনি এই হত্যাকাণ্ডকে ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য’ প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন।
কথোপকথনে তিনি ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ঘটনা (নাকবা) উল্লেখ করে বলেন, “ফিলিস্তিনিদের এখন আরেকটি গণ-বাস্তুচ্যুতি প্রয়োজন এবং ‘ইসরায়েলি’দের হত্যার মূল্য বোঝা উচিত।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ‘ইসরায়েল’-এ হামলা চালিয়ে প্রায় এক হাজার ২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়।
হামাসের এই হামলা প্রতিরোধে ব্যর্থতার দায় স্বীকার করে আহারোন হালিভা ২০২৪ সালের এপ্রিলে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। তিনিই প্রথম কোনো জ্যেষ্ঠ ‘ইসরায়েলি’ কর্মকর্তা যিনি ৭ অক্টোবরের ব্যর্থতার কারণে পদত্যাগ করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন