যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ালে এক বছরের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়ে নতুন নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, ‘যদি কেউ পতাকা পোড়ায়, তাকে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কোনো ছাড় বা আগাম মুক্তি নেই।’ সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, বিদেশি নাগরিকরা পতাকা পোড়ালে তাদের ভিসা বাতিল ও বহিষ্কার করা হবে। তবে এ-সংক্রান্ত অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রশাসন।
আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘আপনি যদি পতাকা পোড়ান, আপনার এক বছরের জেল হবে। জেল থেকে আগে আগে বেরও হতে পারবেন না।’
যদিও ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে পতাকা পোড়ানোকে প্রথম সংশোধনীর আওতায় সুরক্ষিত মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে ঘোষণা করা হয়েছিল।
এদিকে, বাকস্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠনগুলো এরই মধ্যে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে অভিহিত করছে তারা। ফায়ার নামের একটি সংগঠন জানায়, ‘সরকার সংবিধান প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করতে পারে না।’
কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জিএস হ্যান্স বলেন, ‘আমি মনে করি না এটি এমন কিছু যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন