তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ২৬ ও ২৭ মে দুই দিনব্যাপী সরকারি সফরে রাশিয়ায় যাচ্ছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে শনিবার কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন হাকান ফিদান। রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।
এ ছাড়াও তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলউসভ এবং প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কিসহ শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকগুলোতে তুরস্ক ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য উদ্যোগ ও যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হবে।
এ সফরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে হাকান ফিদান তুরস্কের পক্ষ থেকে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
এ সফরে সিরিয়া, গাজা ও দক্ষিণ ককেশাসসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও তুরস্ক ও রাশিয়ার মধ্যে মতবিনিময় হবে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :