তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে বুধবার রাত ৯টা ১১ মিনিটে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দ্বীপরাষ্ট্রটির রাজধানী তাইপেতে ভবনগুলো কেঁপে উঠেছে।
সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ)-এর কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ইলান কাউন্টি থেকে ২২.১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১১২ কিলোমিটার গভীরে ছিল।
তাইওয়ান একটি নির্দিষ্ট স্থানে কতটা তীব্র ভূমিকম্প অনুভূত হয় তা পরিমাপ করার জন্য ১ থেকে ৭ তীব্রতা স্কেল ব্যবহার করে। ইলান কাউন্টি এবং তাইপেইতে ভূমিকম্পের তীব্রতা ৪ মাত্রার।
তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, তারা কোনও ক্ষয়ক্ষতির খবর পাননি। পর্যবেক্ষণ কাজ এখনও চলমান রয়েছে।
তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তাই দেশটি প্রায়শই ভূমিকম্পের মুখোমুখি হয়।
২০২৪ সালের এপ্রিলে হুয়ালিয়েনে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছিল। সেই সময় শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়। এটি ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল।
২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৯৯ সালের ২১ সেপ্টেম্বর জিজি শহরের কাছে ঘটে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। ‘৯২১ ভূমিকম্প’ নামে পরিচিত এই ঘটনায় দুই হাজার ৪০০-এরও বেশি মানুষ মারা যায়।
সূত্র: তাইওয়ান নিউজ, আল-জাজিরা, রয়টার্স
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন