বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:৩১ পিএম

আফগানিস্তানে দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ২২০০ ছাড়াল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:৩১ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর। ছবি- সংগৃহীত

আফগানিস্তানে ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত বাড়িঘর। ছবি- সংগৃহীত

আফগানিস্তানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ২০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তালেবান সরকারের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম পিবিএস নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে ৬ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি কয়েকটি প্রদেশে তাণ্ডব চালায় ভূমিকম্পটি। এতে পুরো একটি গ্রাম ধসে পড়ে এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে যায়।

তালেবান সরকারের মুখপাত্র হামিদুল্লাহ ফিতরাত জানান, নিহতদের বড় অংশই কুনার প্রদেশের। এখানে পাহাড়ি নদী উপত্যকায় ঘনবসতি রয়েছে, যা ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাঁবু স্থাপন করা হয়েছে এবং জরুরি চিকিৎসা ও সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।’

এদিকে, দুর্গম এলাকা ও তহবিল ঘাটতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে, এ পরিস্থিতি সামাল দিতে বিশ্ব সম্প্রদায়ের জরুরি সহায়তা প্রয়োজন।

তালেবান ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে এটি আফগানিস্তানে তৃতীয় ভয়াবহ ভূমিকম্প। ধ্বংসস্তূপে আটকা পড়া বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!