ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১২:২১ পিএম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি- সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  লন্ডন পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে। 

বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ সংস্থা রয়টার্স ।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে ২১ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লেবার পার্টির নেতা স্টারমার এই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।  

এ ধরনের হামলা যুক্তরাজ্যের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মাঝেমধ্যেই হয়ে থাকে। তবে, প্রধানমন্ত্রীর সম্পত্তি লক্ষ্য করে অগ্নি সংযোগের ঘটনাটি উদ্বেগ বাড়িয়েছে। 

এরই মধ্যে, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ এর জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে কিয়ার স্টারমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই টেরেসড হাউসে বসবাস করতেন। পরে তিনি ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনে উঠেন।

আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় স্টারমারের এক মুখপাত্র জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।