ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়ে তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই প্রথমবারের মতো ইউরোপের কোনো সরকারপ্রধান এমন ভাষায় ইসরায়েলকে অভিযুক্ত করলেন।
বুধবার (১৪ মে) স্পেনের পার্লামেন্ট অধিবেশনে কাতালান অঞ্চলের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন এবং সেই সঙ্গে স্পেন সরকারের বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার নীতির বিরোধিতা করেন।
তার বক্তব্যের জবাবে সানচেজ স্পষ্টভাবে বলেন, ‘একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্য করছি না।’
স্প্যানিশ সরকার জানায়, কিছুদিন আগেই ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে বুধবারই প্রথম জনসমক্ষে কথা বলেন প্রধানমন্ত্রী সানচেজ।
এ ঘটনায় ইসরায়েল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আজ বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান স্পেনের বামপন্থি রাজনৈতিক দল ‘সুমার’-এর একজন নেতা। এই দলটি বর্তমানে ক্ষমতাসীন সোস্যালিস্ট সরকারের জোটসঙ্গী এবং উপপ্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এর শীর্ষস্থানীয় নেত্রী।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ইসরায়েলি বাহিনী ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫২ হাজার ৯০০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০০-এর বেশি মানুষ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক হামলার পর ইসরায়েল গাজায় এই সামরিক অভিযান শুরু করে। হামলায় ইসরায়েলের ভেতরে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
ওই হামলার জবাবে চালানো অভিযানে ইসরায়েল দফায় দফায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিলেও সামরিক অভিযান বন্ধ করেনি।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বহু সংস্থা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও ইসরায়েল তা মানছে না। আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে বলে দিয়েছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত অভিযান বন্ধ হবে না।
আপনার মতামত লিখুন :