রাশিয়ার কুরস্ক অঞ্চলে দেশটির নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুডকভ নিহত হয়েছেন। তিনি মেরিন ব্রিগেডের সাবেক কমান্ডার ছিলেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুডকভকে সর্বোচ্চ সামরিক সম্মান প্রদান করেন। গতকাল বুধবার ‘কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী একটি জেলায় যুদ্ধের সময়’ তিনি নিহত হয়েছেন।
এর আগে রাশিয়ান ও ইউক্রেনীয় সামরিক টেলিগ্রাম চ্যানেলগুলো অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিল, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের কোরেনেভোতে একটি কমান্ড পোস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেন। এতে ১০ সৈন্যসহ নিহত হন গুডকভ।
৪২ বছর বয়সী গুডকভ কীভাবে প্রাণ হারিয়েছেন তা বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
২০২২ সালে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পর থেকে তিনি ইউক্রেনের হাতে নিহত সবচেয়ে ১০ জন জ্যেষ্ঠ রাশিয়ান সামরিক কর্মকর্তাদের একজন।
ইউক্রেন গুডকভ ও তার অধস্তনদের বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তবে তা অস্বীকার করে আসছে মস্কো। রুশ নৌ উপ-প্রধানের নিহতের খবরে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কিয়েভ।
আপনার মতামত লিখুন :