ভ্রমণের কাগজপত্র ঠিকঠাক না থাকায় সন্তানকে বিমানবন্দর ফেলে ছুটি কাটাতে বিমানে উঠে পড়েন বলে অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, স্পেনের বিমানবন্দরের এয়ার-অপারেশন কো-অর্ডিনেটর হিসাবে পরিচয় দেওয়া লিলিয়ান নামের এক নারী টিকটক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এই ঘটনা।
প্রতিবেদনে জানানো হয়েছে, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকে দিয়েছিলেন।
দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন, এক আত্মীয় আসছেন, ছেলেকে তিনিই নিয়ে যাবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি ছেলেটিকে নিতে। একপর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গেছে।
ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তারা, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি।
প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী-স্ত্রীর খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু সেই বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেওয়া হয়। আটক করা হয় ওই বাবা-মাকে। ফিরিয়ে আনা হয় সেই বিমানবন্দরে, যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা।