ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

সার্বিয়ার আট শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৫:৫৬ পিএম
সার্বিয়ার পুলিশের গাড়ি। ছবি- সংগৃহীত

বলকান দেশ সার্বিয়ার ৮০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল খালি করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৮০৭টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বোমা থাকার খবর পাওয়া গেছে। রাজধানী বেলগ্রেডসহ আঞ্চলিক বিভাগে পুলিশ ও প্রযুক্তিগত ইউনিট মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিক্ষার্থী ও কর্মচারীদের বাড়ি পাঠানো হয়েছে, ক্লাস স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, হাই-টেক ক্রাইম সার্ভিস আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় হুমকি প্রেরককে খুঁজে বের করার চেষ্টা করছে।

সূত্র: আনাদোলু