ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ ও সুরাট শহরে অবৈধভাবে বসবাসকারী এক হাজার ২৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে রাজ্য পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আহমেদাবাদ থেকে ৮৯০ জন এবং সুরাট থেকে ১৩৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৬ এপ্রিল স্থানীয় সময়) রাত ৩টা থেকে গুজরাট ক্রাইম ব্রাঞ্চ, এসওজি, ইডব্লিউও, জোন ৬ এবং সদর দপ্তরের দলগুলোর সহায়তায় চিরুনি অভিযান শুরু হয়। অভিযানে সন্দেহভাজন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং একাধিক সন্দেহভাজন বিদেশি নাগরিককে আটক করা হয়। আহমেদাবাদ শহরের চান্দোলা লেক এলাকা থেকে বেশির ভাগ আটক ব্যক্তিদের ধরা হয়।
গুজরাট রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই অভিযানকে রাজ্য পুলিশের জন্য এক ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ বেআইনিভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। তাদের ‘রক্তচক্ষু’ দেখানো হয়েছে।’ পুলিশ কর্মকর্তারা এই অভিযানকে ‘বেআইনি অভিবাসী ও অবৈধ দখলদারদের ওপর ঐতিহাসিক সার্জিক্যাল স্ট্রাইক’ হিসেবে বর্ণনা করেছেন।
এই অভিযান গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অভিযান আগামী দিনে অন্যান্য রাজ্যেও বাড়তে পারে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন