ভারতের লক্ষ্নৌয়ের আমৌসি আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫০ জন হজযাত্রী বহনকারী বিমানের চাকায় আগুন ধরে যায়। সৌদি আরবের জেদ্দা থেকে ফিরে আসা সৌদিয়া এয়ারলাইনসের একটি বিশেষ হজ ফ্লাইট ভারতে অবতরণের সময় বিমানের ডান দিকের চাকায় আগুনের সংকেত বেজে ওঠে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি থেকে এ সমস্যার উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে। হাইড্রোলিক লিক থেকে সৃষ্ট তাপে চাকায় ধোঁয়ার সৃষ্টি হয়।
বিষয়টি ককপিটের পাইলট নজরে আনেন। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে বার্তা পাঠিয়ে জরুরি ল্যান্ডিংয়ের ব্যবস্থা নেওয়া হয়।
বিমানটি অবতরণমাত্রই দমকল বিভাগ সাথে সাথে আগুন নেভাতে শুরু করে। বিমানের যাত্রীদের ধাপে ধাপে নামিয়ে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই ঘটনায় সৌদিয়া এয়ারলাইনস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বিমানের পূর্ণ পরীক্ষা শেষ হচ্ছে, ততক্ষণ সেটি পরিষেবার বাইরে থাকবে।’
আগুন লাগার ঘটনায় যাত্রীদের ও তাদের পরিবারের মধ্যে উৎকণ্ঠা  ছড়িয়ে পড়ে। 
দুর্ঘটনা এড়ানোয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বিমান কর্তৃপক্ষ।

 
                             
                                    -20250617033559.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন