ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক, মুখ খুললেন মোদি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৭:৪৭ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবিলায় দেশীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে দেশের অর্থনীতির সুরক্ষা হবে বলে তিনি মনে করেন। শনিবার উত্তরপ্রদেশে আয়োজিত এক জনসভায় মোদি এসব কথা বলেন। সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এই বক্তব্য এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, এবং আরও কিছু দেশের উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছেন। এর ফলে বৈশ্বিক প্রবৃদ্ধি ও বাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কথা সরাসরি উল্লেখ না করলেও জনসভায় মোদি বলেন, ‘বিশ্ব অর্থনীতি নানা শঙ্কার মধ্যদিয়ে যাচ্ছে। এক ধরনের অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এখন থেকে আমরা যা কিনব, তা একটাই মানদণ্ডে হবে—আমরা এমন জিনিস কিনব যা একজন ভারতীয়ের ঘামে তৈরি হয়েছে। আমাদের কৃষকদের, ক্ষুদ্র শিল্পের এবং তরুণদের কর্মসংস্থানের স্বার্থই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘যখন প্রতিটি দেশ তাদের স্বার্থ রক্ষায় মনোযোগী, তখন ভারতকেও নিজের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সজাগ থাকতে হবে।’

মোদি তার দীর্ঘদিনের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের উপর আবারও জোর দেন। তবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির পর প্রেক্ষাপটটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন, ভারত অন্যান্য এশীয় দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ করে থাকে এবং রাশিয়ার সঙ্গে ভারতের চলমান জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তিগুলোকেও শুল্ক বৃদ্ধির পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন।