ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
রোববার সকালে রাজ্যের গন্ডা জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্থানীয় পুলিশ সুপার (এসপি) ভিনিত জয়সওয়াল জানান, মতিগঞ্জ থানার সিহাগাঁও থেকে খারগুপুরের পৃথ্বীনাথ মন্দিরের উদ্দেশে বোলেরো গাড়িতে করে যাচ্ছিলেন ১৪ জন। এর মধ্যেই গন্ডা জেলায় একটি খালে পড়ে যায় গাড়িটি। এতে ১১ জনের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, গাড়িটি ডুবে যেতে দেখে পুলিশ ও গ্রামপ্রধানকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তার নির্দেশ দিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ‘ভগবান শ্রী রামের চরণে প্রার্থনা করি—এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি হোক, পরিবারগুলো এই বেদনা সহ্য করার শক্তি লাভ করুক এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।