রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। রোববার (৩ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, রুশ জ্বালানি কেনার মাধ্যমে ভারত ‘প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে’, যা ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে ‘গ্রহণযোগ্য নয়’। হোয়াইট হাউসের উপ-চিফ অব স্টাফ এবং ট্রাম্পের অন্যতম প্রধান নীতিনির্ধারক হিসেবে পরিচিত স্টিফেন মিলার।
সাক্ষাৎকারে মিলার আরও বলেন, ‘মানুষ অবাক হবে এটা জেনে যে, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত এখন কার্যত চীনের সঙ্গে সমানে সমান অবস্থানে রয়েছে। এটি এক বিস্ময়কর তথ্য।’
মিলারের এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে অন্যতম কঠোর অবস্থান হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারত। নয়াদিল্লির সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক সত্ত্বেও সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।
এ বিষয়ে পরের দিন শনিবার (২ আগস্ট) ভারত রয়টার্সকে জানায়, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখবে।
এ বিষয়ে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো উল্লেখযোগ্য শান্তিচুক্তিতে উপনীত না হয়, তবে রাশিয়া থেকে তেল আমদানি করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে।