ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫

ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকি, ভারতের কড়া বার্তা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৯:৪০ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি- সংগৃহীত

রাশিয়া থেকে তেল আমদানির কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাড়ানোর হুমকি অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক থাকা সত্ত্বেও ২০২৪ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে আনুমানিক ৩.৫ বিলিয়ন ডলারের পণ্য বাণিজ্য করেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো বৃহৎ অর্থনীতির মতো ভারতও জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। ভারতকে এ ধরনের লক্ষ্যবস্তুতে পরিণত করাকে অন্যায্য ও অযৌক্তিক বলেই বিবেচনা করা হচ্ছে।’

এর আগে ট্রাম্প ভারতকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করলেও অভিযোগ করেন, ভারতীয় শুল্ক হার ‘অত্যন্ত বেশি’। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ‘শাস্তি’ দেওয়ার হুমকিও দেন।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ভারত রাশিয়া থেকে শুধু বিপুল পরিমাণ তেলই কিনছে না, বরং বিশাল মুনাফার জন্য তার বড় একটি অংশ খোলা বাজারে বিক্রি করছে। তারা মোটেই চিন্তা করছে না যে, ইউক্রেনে কত মানুষ রাশিয়ার যুদ্ধযন্ত্রের হাতে মারা যাচ্ছে। এ কারণে আমি ভারতের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বাড়াব।’

বর্তমানে ভারত রুশ তেলের অন্যতম বড় ক্রেতা। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিলে, মস্কোর জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়।

এর আগে গত বুধবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, মস্কোর সঙ্গে ভারতের সামরিক সরঞ্জাম বাণিজ্য নিয়ে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে।