ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে বৃষ্টির পর ভূমিধস ও আকস্মিক বন্যায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। এর মধ্যে রয়েছেন ৯ সেনা সদস্যও। এ ছাড়া পানির তোড়ে ভেসে গেছে অসংখ্য বাড়িঘর। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এটি হর্শিল এলাকার ভারতীয় সেনা ক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বুধবার এ খবর জানানো হয়েছে।
ভারতের সরকারি সূত্রে জানা গেছে, এ ঘটনার পরই তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সেনা দল উদ্ধার অভিযানে অংশ নেয়।
স্থানীয়রা জানান, এই আকস্মিক ঘটনাটি খীরগঙ্গা নদীর ক্যাচমেন্ট এলাকায় ঘটে, যার ফলে আকস্মিক বন্যা ভয়াবহ রূপ নেয়।
উল্লেখ্য, ধারালি হলো গঙ্গোত্রী যাত্রার প্রধান স্টপওভার এবং এখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট ও হোমস্টে রয়েছে।
এই দুর্যোগের মাত্র ১০ মিনিটের মধ্যে ভারতীয় সেনাবাহিনী ১৫০ জন সেনা মোতায়েন করে। উদ্ধারকারীরা দ্রুত গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং মাটির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সহায়তা দিতে তৎপরতা শুরু করে। তবে বৃষ্টি বিকেল পর্যন্ত অব্যাহত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়।
এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক’ বলে উল্লেখ করে জানান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।
উত্তরাখণ্ডের মুখ্য সচিব আর কে সুধাংশু জানান, ৪০ থেকে ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামানো সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :