রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ভারতীয় পণ্যে আগের ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র।
বুধবার (৬ আগস্ট) ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর এই শুল্কারোপ করেন। আগামী ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশ জারি করে বলেছেন, দেশটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করে।
হোয়াইট হাউস জানিয়েছে, শুল্ক আরোপ ২৭শে আগস্ট থেকে কার্যকর হবে।
রাশিয়া থেকে কত তেল আমদানি করে ভারত?
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা। গত মাসের তথ্য অনুসারে, চলতি বছরের জানুয়ারি-জুন মাসে রাশিয়া প্রতিদিন প্রায় ১.৭৫ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে, যা এক বছর আগের তুলনায় ১ শতাংশ বেশি।
গত ছয় মাসে রাশিয়া ভারতের শীর্ষস্থানীয় তেল সরবরাহকারী ছিল, যা ভারতে মোট তেল সরবরাহের প্রায় ৩৫ শতাংশ।
২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করার এবং মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করার পর, ভারতের রাশিয়ান তেলের ছাড়ের হারে ক্রয় বৃদ্ধি পায়। গত জুন মাসে ভারতের রাশিয়ান তেল আমদানি আগের মাসের তুলনায় ১৭.৪ শতাংশ বেড়ে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল হয়েছে।
২০২৫ সালের প্রথমার্ধে বেসরকারি পরিশোধকরা ভারতের রাশিয়ান তেল আমদানির প্রায় ৬০ শতাংশ কিনেছে। কিছু কোম্পানির মস্কোর সঙ্গে বার্ষিক চুক্তি রয়েছে এবং তারা ভারতে রাশিয়ান তেলের বৃহত্তম ক্রেতা।
ভারতের চারটি রাষ্ট্রীয় পরিশোধক, যারা ভারতের মোট ৫.২ মিলিয়ন ব্যারেলের দৈনিক পরিশোধন ক্ষমতার ৬০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করে, তারা বাকি অংশ কিনে নেয়।
কিন্তু জুলাইয়ের শেষের দিকে একটি সূত্র রয়টার্সকে জানায়, ছাড় কমতে থাকা এবং রাশিয়ান তেল রপ্তানির ক্রেতাদের উপর ট্রাম্পের হুমকির মধ্যে রাষ্ট্রীয় পরিশোধকরা রাশিয়ান তেল কেনা বন্ধ করে দিয়েছে।
আপনার মতামত লিখুন :