বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৫৩ পিএম

হুতি-মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে ক্ষুব্ধ ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৫৩ পিএম

হুতি-মার্কিন যুদ্ধবিরতি চুক্তিতে ক্ষুব্ধ ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও বেনিয়ামিন নেতানিয়াহু (বামে) । ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি বাহিনী ‘আত্মসমর্পণ’ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা মধ্যপ্রাচ্যে চলাচল করা জাহাজে হামলা বন্ধ করতে রাজি হয়েছে। তাই হুথিদের উপর মার্কিন যুক্তরাষ্ট্র বোমা হামলা বন্ধ করবে। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ ঘোষণা দেন ট্রাম্প।

তবে মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণায় ইসরায়েলের উপর হুথিরা চলমান হামলা বন্ধ করবে কি না- তা জানাননি। অন্যদিকে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর একজন মুখপাত্র দৃঢ়ভাবে জানিয়েছেন যে, তারা ইসরায়েলে হামলা অব্যাহত রাখবে। 

হিব্রু গণমাধ্যগুলোকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, জেরুজালেমকে ওয়াশিংটন এই ঘোষণার আগাম নোটিশ না দেওয়ায় অবাক হয়েছে ইসরায়েল। এতে করে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুদ্ধও হয়েছে ইসরায়েল। তবে তেল আবিবে হুথিদের অব্যাহত হামলার প্রতিশ্রুতি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘কিছু ঘটলে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব।’

ট্রাম্প ওই ঘোষণা দেওয়ার পর পরই হুথি-ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার কৃতিত্ব দাবি করেছে ওমান। চুক্তির ফলে কোনো পক্ষই অন্য পক্ষকে লক্ষ্যবস্তু করে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে চলাচল করা জাহাজে হামলা চালাবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই বিষয়ে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, মার্কিন-হুথি যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য গত সপ্তাহ থেকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ওমানের সঙ্গে কাজ করছেন। ওমানের মধ্যস্থতায় ইরান পারমাণবিক আলোচনায় গতি আনতেও কাজ করেছে তিনি।

ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকে ট্রাম্প আরও জানান, আাগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে সফরে ‘খুব, খুব, খুব বড় ঘোষণা আসছে.. যত বড়ই হোক.. এটি সত্যিই ইতিবাচক।’

আগামী ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। তার সফরের আগেই ঘোষণাটি আসতে পারে। ঘোষণাটি কী হবে তিনি তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ট্রাম্পের প্রশাসন বেশ কয়েকটি দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে এবং সৌদি আরবের সাথে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির পরিকল্পনা করছে বলে জানা গেছে। গত মাসে টাইম ম্যাগাজিনের সাথে কথা বলার সময় ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, সৌদি-ইসরায়েল স্বাভাবিকীকরণ ‘খুব দ্রুত’ হতে পারে।

ইয়েমেনের হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত এদিন সকারে জানান, তারা ‘গাজার সমর্থনে’ ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে। ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়স্থলে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। কারণ ‘নেতানিয়াহু সরকার তাদের রক্ষা করতে পারবে না’।

হুথি বাহিনীর সুপ্রিম রেভোলিউশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হাউথি এক্স হ্যান্ডেলে লেখেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন ‘আগ্রাসন’ বন্ধ করার বিষয়টি মূল্যায়ন করা হবে।একই সঙ্গে ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবার ইঙ্গিতও দিয়েছেন।

ট্রাম্পের অনুসারী দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক্স পোস্টে ইসরায়েলকে হুথিদের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে জানান।

সূত্র: হারেৎজ

Link copied!