ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫

ইসরায়েলি বর্বরতায় গাজায় ১ দিনেই ৯ শিশু সন্তান হারালেন চিকিৎসক মা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০২:২৩ পিএম
গাজায় মৃতদেহ সরাচ্ছে সিভিল ডিফেন্সের সদস্যরা। ছবি- বিবিসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে ইসরায়েলের বর্বর হামলায় ওই চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত হয়েছে। এছাড়াও তার আরেক সন্তান ও স্বামী গুরুতর আহত হয়েছেন।

আলা আল-নাজার নামে ওই চিকিৎসক খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ডাঃ আলা আল-নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে আছেন। 

শুক্রবার (২৪ মে) গাজার খান ইউনিসে এই ভয়াবহ হামলা চালায় দখলদাররা। খবর বিবিসির।

চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, ওই নারী চিকিৎসকের ১১ বছর বয়সী আহত সন্তানের অস্ত্রোপচার করেছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে নারী চিকিৎসকের ছোট ছোট সন্তানদের মরদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। হামলার তীব্রতায় পুড়ে গেছে সেগুলো। 

শুক্রবার (২৫ মে) ইসরায়েলি হামলায় গাজায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। যার মধ্যে এই ৯ জনও আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোরস জানিয়েছেন, ওই নারী চিকিৎসককে তার স্বামী তার কর্মক্ষেত্রে গিয়ে দিয়ে আসেন। 

এরপর তিনি বাড়ি ফিরে যান। তিনি বাড়িতে ঢোকার কয়েক মিনিট পরই দখলদাররা ভয়াবহ বিমান হামলা চালায়।

ব্রিটিশ চিকিৎসক গ্রুম জানিয়েছেন, ওই নারীর স্বামীও চিকিৎসক ছিলেন এবং তিনি হামাস বা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া সামাজিক মাধ্যমেও তিনি লেখালেখি করতেন না।

দখলদাররা বর্বর হামলা চালিয়ে গাজায় প্রতিদিনই সাধারণ মানুষকে হত্যা করছে। তবে তারা দাবি করে হামলায় হামাসের যোদ্ধারা নিহত হচ্ছে। কিন্তু বাস্তবে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

সূত্র: বিবিসি