তীব্র গরমে হজযাত্রীদের স্বস্তি দিতে মক্কায় বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি)। সার্বিকভাবে এই এসি সিস্টেমের সক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন, যা একসঙ্গে বিশাল এলাকাকে ঠান্ডা রাখার মতো শক্তিশালী।
এই শীতাতপ ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছে দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস। তারা পবিত্র কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সৌদি আরবের একটি সরকারি সংস্থা।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, এসি সিস্টেমটির রয়েছে দুটি ইউনিট। প্রথমটির সক্ষমতা ১ লাখ ২০ হাজার টন এবং দ্বিতীয়টির ৩৫ হাজার টন।
এই দুটি ইউনিট বসানো হয়েছে কাবা চত্বরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার শামিয়া এবং আজিয়াদ স্টেশনে। সেখানে হজের সময় বিপুলসংখ্যক মুসল্লি সমবেত হন।
সৌদি আরবে বর্তমানে গ্রীষ্মকাল চলছে, আর প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যেই হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন পরিস্থিতিতে এসি চালু থাকা হজযাত্রীদের জন্য এক বিশাল স্বস্তির বিষয়।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হজ চলাকালে এই এসি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং কাবা চত্বরের ছাদযুক্ত এলাকাগুলোর তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে।
শুধু ঠান্ডা বাতাস সরবরাহই নয়, এই এসি সিস্টেম ৯৫ শতাংশ পর্যন্ত জীবাণু দূর করতে সক্ষম, যা স্বাস্থ্যগত দিক থেকেও একটি বড় সুবিধা।
প্রতিবছর হজের মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান মক্কায় আসেন। ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো হজ, যা সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ।
চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ৪ জুন থেকে। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মুসল্লি সৌদিতে পৌঁছেছেন হজ পালনের উদ্দেশ্যে।

 
                            -20250603152150.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন