ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ইরানি হামলায় সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৫, ০৩:১০ এএম
ইসরায়েলের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি- সংগৃহীত

একেরপর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। পরিস্থিতি বুঝে উঠতে না পেরে নিজেদের সব বিমানবন্দর ও আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যেতেও বলেছে নেতানিয়াহু সরকার।

রোববার (১৫ জুন) রাতে, ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা এবং বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, রোববার রাতে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। 

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এই হামলাগুলোতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়েছে। ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

জেরুজালেম ও তেল আবিবের আকাশজুড়ে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি, রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম।

রয়টার্স জানায়, জেরুজালেমে একাধিক স্থানে সাইরেন বাজানো হচ্ছে। লোকজনকে দ্রুত বোমা আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলোর মোকাবেলায় কাজ করছে।

এ হামলার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, ইরানের উন্নত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ‘আয়রন ডোম’ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে সক্ষম।