বুধবার চারটি এফ-৩৫ ও একটি জ্বালানি ট্যাংকার বিমান ইংল্যান্ড ছেড়েছে। এ ছাড়াও ইরানের মাটির গভীরে তৈরি পারমাণবিক স্থাপনায় হামলা করায় সক্ষম বি২ স্পিরিট বোম্বার বিমানও ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র। তবে বর্তমান ইসরায়েলি যুদ্ধ সরঞ্জাম দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হানা সম্ভব নয়। ইরানের পারমাণবিক কেন্দ্রে একাধিক হামলা করলেও তেমন বড় পরিসরের ক্ষতি করতে পারেনি ইসরায়েল। এ জন্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় ইসরায়েল।
বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। এই বিমানগুলোর সঙ্গে একটি জ্বালানির ট্যাংকার বিমানও ছিল।
গত তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত ৩০টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিমানগুলো ভৌগোলিকভাবে ইরানের আশপাশের অঞ্চলে নিয়ে আসছে যুক্তরাষ্ট্র যা যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয়।
বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের সূত্র বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের পক্ষে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র।
আপনার মতামত লিখুন :