মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। হরমুজ প্রণালি এড়িয়ে চলছে তেলবাহী ট্যাংকার জাহাজগুলো। কোসউইসডম লেক ও সাউথ লয়্যালটি নামে দুটি জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করলেও দ্রুত পথ পরিবর্তন করে বেড়িয়ে যায়।
হরমুজ প্রণালিতে ঢুকে পড়া কোসউইসডম লেক ও সাউথ লয়্যালটি নামে দুটি জাহাজ ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনে সক্ষম। তেলবাহী জাহাজগুলোর উপসাগরীয় অঞ্চলে প্রবেশ ও প্রস্থানের একমাত্র পথ এই হরমুজ প্রণালি।
মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ মতে, রোববার (২২ জুন) হরমুজ প্রণালিতে ঢুকে পড়া জাহাজ দুটি কিছুক্ষণের মধ্যেই দিক পরিবর্তন করে প্রণালি ছেড়ে চলে যায়। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের জন্য নতুন রুট ব্যবহারের চিন্তাভাবনা করা হচ্ছে। জাহাজ দুটির দিক পরিবর্তন সেটার ইঙ্গিত দেয়।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয়। মার্কিন জ্বালানি তথ্য সংস্থা (ইআইএ) একে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেকপয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে।
প্রণালি বন্ধের এক দিন পার না হতেই বেড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন