দক্ষিণ গাজার রাফাহ এলাকার সশস্ত্র গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব, যার দল ‘পপুলার ফোর্সেস’—এবার এই নেতাকে আত্মসমর্পণের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে হামাস। ইসরায়েলের সমর্থনে হামাসকে দুর্বল করতে এই গোষ্ঠীর হাত রয়েছে বলে ধারণা করছে হামাস।
বুধবার (২ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস জানায়, ইয়াসির আবু শাবাবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও শত্রুসত্তার সঙ্গে সহযোগিতা, অবৈধ সশস্ত্র দল গঠন, সশস্ত্র বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইয়াসের আবু শাবাবকে গত (১২ জুলাই)-এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। ব্যর্থ হলে তিনি পলাতক হিসেবে বিবেচিত হবেন এবং তার বিচার অনুপস্থিতিতে চলবে। এছাড়া, কেউ তাকে আশ্রয় বা লুকিয়ে রাখলে তাকেও আইনগত দায় বহন করতে হবে বলে আদালত সতর্ক করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়াসির আবু শাবাব বর্তমানে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি এখনো হামাসের নিয়ন্ত্রণের বাইরে রয়েছেন। এ কারণে ফিলিস্তিনি নাগরিকদের তার অবস্থান সম্পর্কে নিরাপত্তা কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন, গাজায় কিছু ফিলিস্তিনি গোত্রকে হামাস-বিরোধী হিসাবে সক্রিয় করা হয়েছে। এরপর থেকেই হামাস এই ধরনের গোষ্ঠীগুলোর প্রতি সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে।
জানা যায়, গাজার দক্ষিণাঞ্চলে এসব গোত্র কখনো কখনো স্থানীয়ভাবে কিছু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং অতীতে হামাসের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে।
এদিকে আবু শাবাব গোষ্ঠী সম্প্রতি অনলাইনে দাবি করেছে, তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ইসরায়েলি-সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলো রক্ষায় সহায়তা করছে।
তবে কিছু ফিলিস্তিনি এবং ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন, এই গোষ্ঠী ত্রাণ কনভয়ে হামলা ও লুটপাটে জড়িত। যদিও গোষ্ঠীটি এসব অভিযোগ অস্বীকার করেছে এবং প্রকাশ্যে লুটপাটের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে।
আপনার মতামত লিখুন :