শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:২৫ পিএম

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা আইএস তহবিলে অর্থ পাঠাত, দাবি মালয়েশিয়ান পুলিশের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৭:২৫ পিএম

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খালিদ ইসমাইল। ছবি- সংগৃহীত

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খালিদ ইসমাইল। ছবি- সংগৃহীত

সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর সেলগুলোতে অর্থ পাঠানোর অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির পুলিশ প্রধান (আইজিপি) মোহাম্মদ খালিদ ইসমাইল।

শুক্রবার (৪ জুলাই) বুকিত আমানে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ধারাবাহিক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মূলত মালয়েশিয়ার কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন।

মালয়েশিয়ার ইংরেজি সংবাদমাধ্যম দ্য স্টার এবং রয়টার্স জানায়, ২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস হামলার পর থেকে দেশটি সন্ত্রাসবাদবিরোধী অভিযান জোরদার করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্রেপ্তারের সংখ্যা কমে এলেও এবার নতুন করে বড়সড় একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে।

আইজিপি জানান, ‘গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের একটি চক্র অন্যান্য বাংলাদেশিদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচার করছিল। তারা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোতে অর্থ পাঠাত।’

তিনি আরও জানান, ‘এই সংগঠনটি ‘গেরাকান মিলিটান র‍্যাডিকাল বাংলাদেশ’ (জিএমআরবি) নামে পরিচিত। তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে সদস্য সংগ্রহ ও মতাদর্শ প্রচারে সক্রিয় ছিল। আমাদের ধারণা, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সদস্য সংখ্যা ১০০ থেকে ১৫০ জনের মতো। প্রত্যেক সদস্যকে বছরে ৫০০ রিঙ্গিত ফি দিতে হতো।’

সংগঠনটির আন্তর্জাতিক সংযোগ নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এই বিষয়ে তদন্ত চলছে। আমরা আন্তর্জাতিক আইনশৃঙ্খলা বাহিনী ও ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

তিনি বলেন, ‘যাদের সংশ্লিষ্টতা সীমিত, তাদের ফেরত পাঠানো হবে। যাদের সংশ্লিষ্টতা গভীর, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল ২৭ জুন প্রথমবারের মতো ৩৬ বাংলাদেশিকে সন্ত্রাসবাদের সন্দেহে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই গ্রুপটি মালয়েশিয়ায় আইএস মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পরিকল্পনায় লিপ্ত ছিল।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। তারা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’
 

Shera Lather
Link copied!