বাহরাইন কেন্দ্রীয় বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আহমেদের কুয়েত আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরাম কুয়েত শাখা।
গত শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের অভিজাত পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে কুয়েতপ্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি জাতীয়তাবাদী নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবমুখর এ আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর মোশারফ হোসেন মোস্তফা ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোল্ডেন সেলিম খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দিন আহমেদ বলেন, ‘আজকের এই সংবর্ধনা শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, এটি জাতীয়তাবাদী আদর্শের প্রতি আপনাদের ভালোবাসার প্রতিফলন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা এ কে এম হাবিবুল হাসান আলামিন। টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নুরে আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহরাইন শিল্পবিষয়ক সম্পাদক মিলাদুর রহমান সজীব, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সাংস্কৃতিবিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন এবং মানামা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মাঈনউদ্দিন হাবীব।
বক্তারা আলাউদ্দিন আহমেদের বলিষ্ঠ নেতৃত্ব ও প্রবাসে দল গঠনে তার নিরলস পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা চলমান আন্দোলন, ৩১ দফা রূপরেখা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করেন।

 
                            -20250707172158.jpg) 
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন