ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ইরাকে শপিংমলের আগুনে নিহত বেড়ে ৬০, নিখোঁজ অনেকে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:১৩ পিএম
আগুনে পুড়ছে ইরাকের শপিংমল। ছবি- সংগৃহীত

ইরাকের পূর্বাঞ্চলীয় ওয়াসিত প্রদেশের কুত শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৫৯টি মরদেহ শনাক্ত করা হয়েছে। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডে একটি পাঁচতলা ভবন দাউ দাউ করে জ্বলছে। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, এই অগ্নিকাণ্ড হাইপারমার্কেট এবং এক রেস্তোরাঁয় ছড়িয়ে পড়েছিল। তখন অনেক পরিবার কেনাকাটার পাশাপাশি রাতের খাবার খাচ্ছিল। ফায়ার সার্ভিস অনেককে উদ্ধার করেছেন এবং শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এই মর্মান্তিক ঘটনায় গভর্নর তিনদিনের শোক ঘোষণা করেছেন। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, কুত শহরের এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে এরই মধ্যে ভবনের মালিক ও শপিং মলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।