ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ‘ইসরায়েলের’ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দক্ষিণ ‘ইসরায়েলের’ রামোন বিমান ঘাঁটি সফরকালে এ হুমকি দেন কাটজ। বার্তা সংস্থা আনাদোলু রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
কাটজ বলেন, “আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—যদি আপনি ‘ইসরায়েল’কে হুমকি দিতে থাকেন, তবে আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে আবারও তেহরানে পৌঁছে যাবে এবং এবার তা আপনার দিকেও পৌঁছাবে।”
‘ইসরায়েলের’ এমন হুমকির জবাবে ইরানি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে গত ১৩ জুন থেকে শুরু হওয়া ‘ইসরায়েল’-ইরানের ১২ দিনের সরাসরি সংঘাতে উত্তাল হয় মধ্যপ্রাচ্য। ‘ইসরায়েল’ প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুক্তরাষ্ট্রও তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে।
এই সংঘাত গত ২৪ জুন একটি মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে বন্ধ হয়।
তবে ইসরায়েলের সর্বশেষ হুমকির কারণে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
       -20251031190935.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন