‘ইসরায়েল’র পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত অধিকাংশ কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ‘ইসরায়েলি’ গণমাধ্যম ইয়েদিয়োথ আহরোনোথের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা আবুধাবিতে ‘ইসরায়েল’র দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেটের কর্মীদের জন্য প্রযোজ্য। ইয়েদিয়োথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়, ‘এই অস্বাভাবিক নির্দেশের পেছনে একটি সম্ভাব্য এবং বিশ্বাসযোগ্য হুমকির ইঙ্গিত রয়েছে।’
তবে ‘ইসরায়েল’র পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের কর্মীদের দেওয়া নিরাপত্তাবিষয়ক নির্দেশনা নিয়ে মন্তব্য করি না।’
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ‘ইসরায়েল’র ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতের জন্য একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে। কারণ তাদের ধারণা, ইরান, হামাস এবং হিজবুল্লাহ ‘ইসরায়েল’র বিরুদ্ধে হামলার প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছে।