ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

মোসাদের ২০ এজেন্টকে গ্রেপ্তার করল ইরান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৬:৪৩ পিএম
ইরানের পতাকা। ছবি- সংগৃহীত

‘ইসরায়েল’-এর গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগ ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এবং তাদের উদাহরণ হিসেবে দেখানো হবে বলেও সতর্ক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার রুজবেহ ভাদি নামে একজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। তার বিরুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং জুন মাসে ইরানে ‘ইসরায়েল’-এর বিমান হামলায় নিহত আরেক পরমাণু বিজ্ঞানীর তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি আজ শনিবার তেহরানে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া ২০ জন সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কতজনকে মুক্তি দেওয়া হয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি।

জাহাঙ্গীরির উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ‘বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনও নমনীয়তা দেখাবে না। এবং দৃঢ় রায় দিয়ে তাদের সকলের জন্য একটি উদাহরণ তৈরি করবে।’

তিনি বলেন, তদন্ত শেষ হলে সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হবে।

চলতি বছর ‘ইসরায়েল’-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

জুন মাসে ‘ইসরায়েল’ ইরানের ওপর ১২ দিন ধরে বিমান হামলা চালায়। এতে ইরানের শীর্ষ জেনারেল, পরমাণু বিজ্ঞানী, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। ইরান ‘ইসরায়েল’-এর ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়।

অধিকার গোষ্ঠী এইচআরএএনএ জানিয়েছে, ১২ দিনের ‘ইসরায়েলি’ হামলায় এক হাজার ১৯০ জন ইরানি নিহত হয়েছে। এর মধ্যে ৪৩৬ জন বেসামরিক নাগরিক এবং ৪৩৫ জন নিরাপত্তা কর্মী রয়েছে।

‘ইসরায়েল’ জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় তাদের ২৮ জন সামরিক-বেসামরিক নাগরিক নিহত হয়েছে।