ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ইরাকে ক্লোরিন গ্যাস লিকেজ, হাসপাতালে ৬ শতাধিক মানুষ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১১:০৫ এএম
গত বছর ইরাকের শহর কারবালায় ইমাম হুসাইন ও ইমাম আবু আল-ফাদল আল-আব্বাসের মাজারের মাঝে শিয়া মুসলিম ভক্তরা সমবেত হন। ছবি- সংগৃহীত

ইরাকে পানি-শোধনাগারে ক্লোরিন গ্যাস লিকেজের ফলে শ্বাসকষ্টে ৬০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় ও দক্ষিণ ইরাকের পবিত্র দুই শিয়া নগরী নাজাফ ও কারবালার মধ্যবর্তী পথে এ ঘটনা ঘটে। এ বছর বহু শিয়া মুসলিম কারবালার উদ্দেশে যাত্রা করবেন, যেখানে ইমাম হুসাইন ও তার ভাই আব্বাসের মাজার রয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জন শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।’

তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী জানায়, ‘কারবালা-নাজাফ সড়কে অবস্থিত একটি পানি-শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক হয়েছিল।’

দশকজুড়ে যুদ্ধ, অভ্যন্তরীণ সংঘাত ও দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিরাপত্তা মানদণ্ডে অবহেলার ঘটনাও সেখানে নিত্যদিনের বিষয়।

এর আগে গত জুলাই মাসে পূর্বাঞ্চলীয় শহর কুট-এ একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হন, যাদের অনেকেই শৌচাগারে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানায় কর্তৃপক্ষ।