ইয়েমেন থেকে আবারও ‘ইসরায়েল’কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ‘ইসরায়েল’ প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, বুধবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। এ ঘটনায় জেরুজালেম অঞ্চলে সতর্ক সাইরেন বাজায় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম ওয়াইনেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
আইডিএফের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ‘ইসরায়েল’র কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে।” পরে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে।
এ ঘটনায় হেব্রন পাহাড় থেকে মৃত সাগর অঞ্চল হয়ে জেরুজালেম পর্যন্ত এবং পশ্চিমে তেলআবিব উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয়। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার কারণে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটসহ এল আল, ইসরায়ার ও আর্কিয়া এয়ারলাইন্সের চারটি বিমান অবতরণ না করে আকাশে ঘুরতে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও অবতরণ ও উড্ডয়ন শুরু হয়।
এর আগে গত ৫ আগস্ট এক বিবৃতিতে ‘ইসরায়েলি’ সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে ‘ইসরায়েলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে ‘ইসরায়েল’র দাবি, ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।