ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৪:৪৭ এএম
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। এর ফলে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন নতুন মাত্রা পেল। এমন সময়ে এই সিদ্ধান্ত এলো যখন গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়েছে, সর্বশেষ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশ হলো ফ্রান্স। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি ঘোষণা করে ফরাসি সরকার।

একই দিনে ভোর থেকে গাজায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৩০ জন গাজা শহরের বাসিন্দা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এক ভিডিও বার্তায় বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের বিকল্প নেই। ইসরায়েল ও ফিলিস্তিন— উভয় রাষ্ট্রেরই উচিত একে অপরকে স্বীকৃতি দেওয়া।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও মাখোঁ জানান, ফ্রান্সের একমাত্র লক্ষ্য হলো— আল-আকসা অঞ্চলে ইসরায়েল ও ফিলিস্তিন নামে পাশাপাশি দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বৈশ্বিক সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব।

এর আগে আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনোসহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।