মেক্সিকোতে সুপার মার্কেটে বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন। মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় সনোরা প্রদেশের হারমসিল্লো এলাকায় ওয়ালদো স্টোরে এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
সনোরার অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস ফরেন্সিক প্রতিবেদনের উল্লেখ করে বলেন, নিহতদের অধিকাংশ বিষাক্ত গ্যাসে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার স্বচ্ছ ও পূর্ণাঙ্গ কারণ চিহ্নিত করতে তদন্ত কমিটিকে নির্দেশ দিয়েছেন সনোরার গভর্নর আলফনসো ডোরাজো। সনোরার রেডক্রস জানিয়েছে, উদ্ধার কার্যক্রমে সংস্থাটির ৪০ কর্মচারী ও ১০ টি অ্যাম্বুলেন্স কাজ করছে।
মেক্সিকোতে গত সপ্তাহে মৃতদের স্মরণে মৃত্যু দিবস পালিত হয়। দিবসটিতে হারানো প্রিয়জনদের স্মরণে বর্ণাঢ্য আয়োজন করা হয় দেশব্যাপী।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন