ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

যুদ্ধজাহাজের তলা খসে পড়ায় শাস্তি পাবেন জড়িতরা: কিম জং উন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১১:১০ এএম
উত্তর কোরিয়ার প্রেসেডেন্ট কিম জং উন। ছবি: সংগৃহীত

উদ্বোধনের সময় নতুন যুদ্ধজাহাজের তলা খসে পড়ে যাওয়ায় ক্ষেপেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই দুর্ঘটনার মাসুল দিতে হবে জাহাজ তৈরি ও পরিচালনাকারীদের।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (২২ মে) কিমের উপস্থিতিতে ৫ হাজার টনি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অকস্মাৎ তলা খসে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে। এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন কিম। 

প্রেসিডেন্ট বলেন, ‘এ বেহাল অবস্থার জন্য দেশের গৌরব ও মর্যাদা ধূলিসাৎ হয়েছে। তাই দুর্ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে।’ যদিও শাস্তি কেমন হবে তা এখনো জানান নি প্রেসিডেন্ট কিম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ বা মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনো জানায় নি।

তবে আগামী জুনে পার্টি মিটিংয়ের আগে জাহাজ মেরামতের নির্দেশ দিয়ে তিনি বলেন, পরের মাসের একটি বৈঠকে দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সাধারণত তাদের অভ্যন্তরীণ ঘটনা সংবাদমাধ্যমে প্রচার করে না। তবে কিছুক্ষেত্রে তা ব্যতিক্রম। ২০২৪ সালের নভেম্বর মাসে একটি সামরিক স্যাটেলাইট মাঝ আকাশে বিধ্বস্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের তীব্র সমালোচনা করেন কিম। যদিও ঐ কর্মকর্তাদের শাস্তি সম্পর্কে আর কিছু জানা যায়নি।

সূত্র: রয়টার্স, বিবিসি