ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

মেক্সিকোতে নিখোঁজের খোঁজে মিলল ১৭ মরদেহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলে অপরাধপ্রবণ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে ১৭টি মরদেহ উদ্ধার করেছে অনুসন্ধানকারীরা বলে জানায় দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর।  

দপ্তরটি এক বিবৃতিতে আরও জানায়, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতো শহরে মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়। ঘটনাস্থল থেকে ছুরি, দা, কুড়ালও উদ্ধার করা হয়েছে।

প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, মরদেহগুলোর মধ্যে পাঁচজন নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিলেন।

সরকারি হত্যাকাণ্ড পরিসংখ্যান অনুযায়ী গুয়ানাজুয়াতো একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবুও এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য। যেখানে প্রায়ই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ লেগেই থাকে।

গুয়ানাজুয়াতোর বেশির ভাগ সহিংসতার পেছনে রয়েছে সান্তা রোসা দে লিমা গ্যাং ও জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে সংঘর্ষ।

মেক্সিকোতে ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত অপরাধমূলক সহিংসতায় প্রায় চার লাখ ৮০ হাজার মানুষ নিহত হয়েছেন এবং এক লাখ ২০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যার বেশির ভাগই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গুয়ানাজুয়াতোতে তিন হাজারের বেশি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা মেক্সিকোর যেকোনো রাজ্যের চেয়ে বেশি।