ফিলিস্তিনি হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযানের শিকার হজযাত্রীদের বহনকারী বাস।
শনিবার (৩১ মে) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের একাধিক স্থানে অভিযান চালিয়েছে। এতে দুই ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জেনিন শহরে একটি হজযাত্রীবাহী বাসেও হামলা চালিয়েছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেনিন গভর্নর ভবনের সামনে দাঁড়িয়ে ছিল হজযাত্রীবাহী বাসটি। পরে একটি সামরিক যান বাসটিকে ধাক্কা দেয়। বাসে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বৃদ্ধ ও রোগাক্রান্ত ব্যক্তি। তারা সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর যানটি ‘উদ্দেশ্যমূলকভাবে’ বাসটিকে আঘাত করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাআদি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দখলদার বাহিনীর যানটি সরাসরি ও ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা দেয়। যাত্রীরা অনেকেই বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন, ফলে এতে ভয় ও মানসিক আঘাত আরও তীব্র হয়েছে।
ফিলিস্তিনিরা সাধারণত পশ্চিম তীর থেকে জর্ডান হয়ে বিদেশ ভ্রমণ করে। কারণ ইসরায়েল আন্তর্জাতিক ভ্রমণে নানা রকম বাধা আরোপ করে থাকে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন